মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাতে দোয়া, স্মৃৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্বজন সমাবেশের আয়োজনে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের সদস্য অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সহাকারি অধ্যাপক গৌতম কুমার মল্লিক, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ধ্রুব সরকার, পল্টন হাজং, সুমন রায়, মাসুম বিল্লাহ, চারণ গোপাল চক্রবর্তী, জুয়েল রানা, আল নেমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, আনিসুল হক সুমন, পথপাঠাগার এর সভাপতি ও স্বজন সমাবেশের সদস্য কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক সমিতির সাধারণ সমাপাদক রাজেম গৌড়, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া, সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন, সামাজিক ও ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্যপাতা, সম্পাদকিয়পাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা।

উল্লেখ্য: প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১ ফেব্রুয়ারী যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ২ ফেব্রুয়ারী শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com