মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

সচিবদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ পঠিত

দিগন্ত ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন। নতুন সরকার গঠনের পর সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সচিব সভায় এই নির্দেশ দেন সরকার প্রধান। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিবরা উপস্থিত ছিলেন।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আজকের সভায় সব সচিব উপস্থিত ছিলেন। সচিব পদমর্যাদায় অন্য দফতরের যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি।’

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com