মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় ২০ বোতল ভারতীয় মদসহ আটক – ১

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ২০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাববাড়ী বাগান গ্রামের মো. সামছুল হকের ছেলে  মো. সাইফুল ইসলাম (৫০) ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,  গত মঙ্গলবার দিনগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে দুইজন ব্যক্তি ভারতীয় মদ নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দার রেন্টিতলা ক্রাউন ডিলাক্স বাস কাউন্টারের সামনে সড়কে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে মো. মাহবুব নামে এক যুবক পালিয়ে যায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ সময় মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, এসআই আমিনুল ইসলাম ও এএসআই হারুন অর রশীদসহ সঙ্গীয় পুলিশের একটি  দল  আমদানি নিষিদ্ধ ভারতীয় ২০ বোতল মদসহ মো. সাইফুল ইসলামকে আটক করেন। পরে বিশেষ ক্ষমতা আইনে আটককৃতসহ পলাতক আসামি মো. মাহবুব নাম উল্লেখ করে  একটি মামলা দায়ের করা হয়েছে । পরে বুধবার বিকেলে  মো. সাইফুল ইসলামকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি মাহবুবকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com