শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের হুমকি ও প্রচারে বাঁধার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৭, নেত্রকোনা- ০১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকী ও প্রচারে বাঁধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এ আসনের স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। শনিবার সকালে স্বতন্ত্রপ্রার্থীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসন থেকে বার বার নির্বাচিত হয়েছেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করছি। আমার জয়প্রিয়তার ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের মেরে ফেলার হুমকী, প্রচারে বাঁধা প্রদান সহ নানা অপপ্রচার চালাচ্ছে নৌকা প্রার্থী মোশতাক আহমেদ রুহী, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, কৈলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ নৌকার প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিযোগিতামূলক অংশগ্রহণপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন, সেটি নিয়ে ভোটারদের মধ্যে নানা সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা রিটানির্ং অফিসার ও উপজেলায় নির্বাচনী কাজে নিয়োজিত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজসহ লিখিত অভিযোগ দিয়েছি এবং সুষ্ঠ নির্বাচনের দাবী জানাচ্ছি।

এ সময় ছিলেন, শহীদ পরিবারের সন্তান ও আওয়ামী লীগ নেতা মো. চাঁন মিয়া ফকির, ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা মোবেন ইবনে সাঈদ স্ট্যালিন, আ‘লীগনেতা রহিত মিয়া, কুতুব আলী, আবু রায়হান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com