দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ব্যাপক গণসংযোগ ও সমাবেশ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ গণসংযোগ, মিছিল ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।
ইতোমধ্যে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের সাত শহীদের সমাধিস্থল জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করেন সাবেক সংসদ সদস্য ভিপি মোশতাক আহমেদ রুহী। পরে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠ, রানীগাঁও বাজার, হাট গোবিন্দপুর বাজার, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ, বাউসাম বাজার, রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজার, চৈতা নতুন বাজার, পাঁচগাও বাজার, রংছাতি মোড়, বিশরপাশা বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
এছাড়া দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভা, সদর ইউনিয়ন, চন্ডিগড়, কাকৈরগড়া, বাকলজোড়া ও বিরিশিরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সহ আদিবাসী নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় এবং আসন্ন শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নারী ভোটারগন তাদের প্রানের নেতাকে একনজর দেখার জন্য চারপাশ আঁকড়ে ধরেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে রুহীকে বিজয়ী করবেন বলে আশ্বাস দেন।
ওই এলাকার সাধারণ ভোটাররা বলছেন, নবম জাতীয় সংসদের এমপি থাকাকালীন সময়ে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোসহগত উন্নয়নের পাশাপাশি এলাকায় সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড শক্ত হাতে দমন করে এলাকাবাসীর মাঝে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন। মানুষ এখন সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা। তাই এবারও আমরা রুহীকেই বেছে নেবো।
মোশতাক আহমেদ রুহী বলেন, শত বাঁধা বিপত্তির পরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নবম জাতীয় সংসদের এমপি থাকাকালীন সময়ে আমার প্রতিশ্রুতি মোতাবেক সিংহভাগ কাজই পূরণ করতে পেরেছিলাম। নেত্রকোনা ১ আসনে এখনো অনেক কাজ বাকি আছে। আমি নির্বাচিত হলে দুর্গাপুর-কলমাকান্দা কে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো, যেখানে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো ব্যবহার অনুযায়ী শিল্পকারখানা গড়ে তুলে সাধারণ মানুষের কর্মক্ষেত্র তৈরী করে দিবো। শেখ হাসিনা টানা ক্ষমতায় আছেন বিধায় দেশের এতো উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। নৌকা জিতলে শেখ হাসিনা জিতবে, দেশের মানুষ ভালো থাকবে, জয়বাংলা।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, কলমাকান্দা উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আ.লীগের নেতাকর্মী গন, বীর মুক্তিযোদ্ধাগণ, দুর্গাপুর পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান (ভার) পারভিন আক্তার, আ.লীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, আ.লীগনেতা আলী আসগর, অ্যাডভোকেট মজিবুর রহমান, কামাল পাশা, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হারুন পলাশ সহ আওয়ামী লীগ ও তার অংসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply