রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

কলমাকান্দা হানাদার মুক্ত দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ৭ই ডিসেম্বর কলমাকান্দা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে জয় বাংলা স্লোগান ধারণ করে বীর মুক্তিযুদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে কলমাকান্দাকে  হানাদার মুক্ত করেছিল। এর মধ্যে পূর্ণ হয়েছে হানাদার মুক্তের ৫২ বছর।

ঐদিন লাল সবুজের পতাকা উড়িয়ে জেলার বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতে দিতে আনন্দে মেতে উঠে এবং শত্রুরা পিছু হটে। প্রতি বছর এই দিনে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্বরন করে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষেেরা। সেই সাথে কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামকস্থানে পাকিস্থানী হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ সেই সাত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন , উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর যৌথ উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com