দিগন্ত ডেক্স : রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মিজানুর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে।
রামপুরা থানার এসআই হাফিজ উদ্দিন জানান, শনিবার দিনগত রাতে মালিবাগ ডিআইটি রোডে আবাসিক ‘হোটেল সবুজ বাংলা’র চতুর্থ তলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রুমের দরজা খোলা ছিল। আর ভেতরে বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে।
মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া তার স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে বলেও জানান এসআই।
Leave a Reply