দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অবৈধ অবরোধ এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুমুদগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজার ও ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ পথসভা করেন শাহ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল।
এ সময় বক্তব্য রাখেন, জালাল সেনা পরিষদের যুগ্ন আহবায়ক আতিক খান, আ‘লীগ নেতা রহিত হাসান, মো. নজরুল ইসলাম, মো. আবু জাফর, মো. হযরত আলী, পৌর কাউন্সিলর ও আ‘লীগ নেতা শেখ আল আমীন, কেন্দ্রীয় ওলামালীগের সহ:সভাপতি হাফেজ মাও: শামসুল আলম জাহাঙ্গীর প্রমুখ।
শাহ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, তা নস্যাৎ করতেই জ্বালাও-পোড়াও কর্মযজ্ঞ চালাচ্ছে বিএনপি-জামায়াত। দেশব্যাপী তারা যে ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আমরা তা মানিনা। দেশের জনগন জ্বালাও-পোড়াও এর রাজনীতি পছন্দ করে না। আমরা এই নোংরা রাজনীতি করতে বন্ধ করতে রাজ পথে থাকবো।
তিনি আরো বলেন, আমার বাবা মরহুম জালাল উদ্দিন তালুকদার, আপনাদের ভোটেই নেত্রকোনা-১ আসন থেকে বার বার এমপি নির্বাচিত হয়েছেন। আমি আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে এলাকায় কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করা সহ দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরছি। আগামী জাতীয় নির্বাচনে আমি এমপি প্রার্থী হিসেবে সকলকে আহবান জানাই, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে।
Leave a Reply