শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

অবৈধ বালু উত্তোলনের কল পেয়ে উদ্ধার হলো ভারতীয় চিনি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : চিনির মূল্য বৃদ্ধি পাওয়ায় অবৈধ পথে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত দিয়ে আসছে  ভারতীয় চিনি। ইতিমধ্যে ভারতীয় চিনিতে সয়লাব কলমাকান্দা। চিনি চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।  গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৯৯ বস্তা (২৪,৯৫০কেজি) চিনি জব্দ করেছে ইউএনও আসাদুজ্জামান। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুরের বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বুধবার দিনগত রাতে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে এ বিষয়টি জানান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে অভিযানে নামেন ইউএনও আসাদুজ্জামান। পথে বেতুয়া বাজার এলাকায় পৌঁছা মাত্রই একটি পরিত্যক্ত ঘরে ভারতীয় চিনি মজুদ করতে দেখতে পান ইউএনও আসাদুজ্জামান। পরে সেখানে অভিযান চালিয়ে চিনি ভর্তি একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৪টার দিকে জব্দকৃত চিনি ও পিকআপ ভ্যানটি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান সাংবাদিকদের  বলেন, ভারত থেকে অবৈধ পথে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি এনে বেতুয়া বাজারের একটি পরিত্যক্ত ঘরে মজুদ করা হচ্ছে। দেখতে পেয়ে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে গাড়ীর চালকসহ চোরাকারবারিরা দ্রুত সটকে পড়েন। পরে সেখান থেকে একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া নাজিরপুরের বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ৯৯৯ থেকে এমন খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ সরঞ্জামাদি ভেঙে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com