দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ইউনিয়ন পর্যায়ে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিতে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে পর্যালোচনা সভায় প্রবীণ ব্যক্তিত্ব মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে, কারিতাস প্রতিনিধি মি. সারেন তজু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন চন্ডিগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক। অন্যদের মধ্যে আলোচনা করেন, প্যালেন চেয়ারম্যান হৃদয় হাসান, ইউপি সচিব মো. মাঝহারুল ইসলাম সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় মোট ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বক্তারা কারিতাস কে এ কার্যক্রম গ্রহনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবীণরা আমাদের সমাজের বোঝা নয়। উনারা আমাদের সম্পদ। তাদের রক্ষনাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। সরকারি সকল সুযোগ-সুবিধা পেতে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তি বা তার পরিবার কে সহায়তা করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply