দিগন্ত ডেক্স : কুড়িগ্রামে ২০২ বোতল ফেন্সিডিলসহ ওসমান গনি(৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার আশার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে ছোটখাটামারী ১ নং ওয়ার্ডের ওসমান গনি (৪৫)কে ২০২ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply