মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ভাগিনা কর্তৃক মামী ধর্ষিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর বোনের ছেলে (ভাগিনা) কর্তৃক মামী’কে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিগর ইউনিয়নের নাগেরগাতি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত রোববার দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তিতে বুধবার (১১ অক্টোবর) বিকেলে সু-বিচার পেতে স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন আছিয়া খাতুন।

অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের মারফত আলীর স্ত্রী আছিয়া খাতুন (৫০)। স্বামীর মৃত্যুর পর নিজ বাড়ীতেই বসবাস করছিলেন। আতœীয়তার সুবাদে প্রতিবেশী আঃ মজিদ এর পুত্র রোকন উদ্দিন রুকু (৩৫) মাঝে মধ্যেই আছিয়া খাতুনের বাড়ীতে আসা-যাওয়া করতো। এরই মধ্যে আছিয়া খাতুনের প্রতি কু-নজর পড়ে নারীলোভী ৪ সন্তানের জনক রোকন উদ্দিন রুকু’র। ঘটনার দিন রাত দেড়টার দিকে আছিয়া খাতুনের বাড়ীতে এসে রোকন উদ্দিনের আড়াই বছরের ছেলেকে হাসপাতালে নিতে হবে বলে সাথে যাওয়ার জন্য অনুরোধ জানান রোকন। পরে আছিয়া খাতুন ঘরের দরজা খুলতেই ধাড়ালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষন করে রোকন উদ্দিন।

এ নিয়ে গ্রামীন সালিশে বিষয়টি মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। পরবর্তিতে মিমাংসা না হওয়ায় ভূক্তভোগী নিজেই বাদী হয়ে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

আছিয়া খাতুন বলেন, রুকু এলাকাতেই ঘোরাফেরা করে অন্যান্য লোক দিয়ে আমায় প্রাণ নাশের হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। আমি বর্তমানে ভীষন নিরাপত্তা হীনতায় ভূগছি। আসামী গ্রেফতার ও সু-বিচারের জন্য পুলিশ প্রশাসন সহ সকলের কাছে জোর দাবী জানাই।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com