দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ইউপি সদস্য আবু তাহের প্রমুখ।
Leave a Reply