মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে গোসল নেমে প্রাণ গেল জিসানের, বাঁচলো মাহিন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : খেলাধুলা শেষে গোসল করতে পুকুরে নেমেছিল ছয় বছর বয়সী শিশু জিসান এবং পাঁচ বছর বয়সী শিশু মাহিন। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তালিয়ে যায় তারা দুইজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় জিসান। প্রাণে বেঁচে যায় মাহিন। রোববার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দক্ষিণ চারিগাও পাড়া গ্রামে। সম্পর্কে ওই দুই শিশু চাচা-ভাতিজা বলে জানা গেছে। মৃত শিশু জিসান বাকলজোড়া ইউনিয়নের দক্ষিণ চারিগাও পাড়া গ্রামের সম্রাট মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে জিসান ও মাহিন পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। একপর্যায়ে শিশু জিসানের দেহ মাঝ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন। তারপর তাকে উদ্ধার করতে পুকুরে নামলে অন্য শিশু মাহিনের মরদেহ একজনের পায়ে লাগলে তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষনা করে এবং মাহিন প্রাণে বাঁচলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদ্দাম হোসাইন জানান, দুই শিশুর মধ্যে একজন মারা গেছে। অপর শিশুকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, বিষয়টি খোঁজ নিয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com