দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমি‘র তৃতীয় মুল্যায়ন পরীক্ষা উপলক্ষে চিত্রাংকন বিভাগের আয়োজনে ‘‘হৃদয়ে বাংলার ঐতিহ্য’’ এই প্রতিপাদ্যে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৩টি বিভাগে পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। উপজেলা শিল্পকলা একাডেমি অঙ্কনে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতি তিন মাস অন্তর অন্তর মুল্যায়ন পরীক্ষা উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় একাডেমির সাধারণ সম্পাদক ও প্রভাষক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদ, মো. সিরাজুল ইসলাম, মো. লাল মিয়া, মো. আবুল কালাম আজাদ, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম, চিত্রাংকন শিক্ষক জিয়াউল হক শুভ প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুদের প্রতিভা বিকাশে পিতা-মাতার পাশাপাশি সমাজে সকল শ্রেনীর মানুষের ভুমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সকলকে এগিয়ে আসতে হবে। সেইসাথে প্রতিটি ক্লাশে নিত্যদিনের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply