দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আকস্মিক ঝড়ে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের সাথে ব্যপক বৃষ্টিও হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি উপড়ে গেছে। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে প্রায় ঘন্টাব্যপি দমকা ও ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এতে শতাধিক ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা বিনষ্টসহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঝড়ে দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার প্রায় সাতটি ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছউপড়ে গেছে। কিছু গাছ ভেঙে বসত ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরে পড়েছে। একই সঙ্গে বিদ্যুতের তারে গাছের ডাল ভেঙে পড়ে পুরো উপজেলায় বিছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।
বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামের আব্দুল হাসিম জানান, রাতে হঠাৎ করেই বিকট শব্দে বাতাশ বইতে থাকে পরক্ষনেই তান্ডব শুরু হয়। কোনো কিছু বুজে ওঠার আগেই বসত ঘরটি ভেঙে ফেলে। জীবন বাঁচাতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন তিনি।
বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রুহু বলেন, আমার ইউনিয়নে অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে পরিষদের সদস্যদের বলা হয়েছে।
দুর্গাপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঝড়ে বিভিন্ন স্থানে খুটি হেলে পড়েছে। এছাড়াও তারের উপর গাছ-ডালপালা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।
Leave a Reply