মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

রেললাইন সম্প্রসারণের দাবিতে দুর্গাপুর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২২৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার জারিয়া রেলষ্টেশন হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও ঢাকা হতে জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্তঃনগর ট্রেনচালুর দাবিতে এক মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলা বাসীর আয়োজনে প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় আন্তঃনগর ট্রেনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা সিপিবি’র সভাপতি আলকাছ উদ্দিন মীর, সুসঙ্গ ডিগ্রি কলেজের প্রভাষক ড. আব্দুর রাশীদ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম, এনজিও কর্মকর্তা মো. সামছুল আলম খান, কৃষক নেতা মো. মোরশেদ আলম, সাংবাদিক জুয়েল রানা, আদিবাসী নেতা অবণী কান্ত হাজং প্রমুখ। মানববন্ধন শেষে আন্তঃনগর ট্রেনের প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য: ঢাকা হতে জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু এবং জারিয়া হতে দুর্গাপুর পর্যন্ত ট্রেনলাইন সম্প্রসারণের দাবিতে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুরবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com