রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

দুর্গাপুরে কমরেড মণিসিংহের ১২২তম জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিসিংহের ১২২তম জন্মদিন পালিত হয়েছে

উপলক্ষে শুক্রবার দিনব্যপি কমরেড মণিসিংহ মেলা কমিটির আয়োজনে কমরেড মণিসিংহ স্মৃতিযাদুঘর প্রাঙ্গনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সুশীলসমাজের ব্যাক্তিবর্গ এবং স্কুলকলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন মেলা কমিটির আহ্বায়ক প্রবীনরাজনীতি বীদ দূর্গা প্রসাদ তেওয়ারী। উদ্বোধন পরবর্তি মণিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য ্যালী পৌরশহরের প্রধান প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরবর্তিতে বিকেলে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, মণিসিংহ ট্রাষ্টি বোর্ডের সদস্য কমরেড মণিসিংহের একমাত্র সন্তান কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মণিসিংহ ট্রাষ্টি বোর্ডের সদস্য আব্দুল্লাহ হক, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ আঃ হান্নান, সুশীল সমাজের নেতা আব্দুল্লাহ আলমামুন মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিনুর আলম সাজু, মোঃ শফিকুল ইসলাম, প্রমুখ

আলোচনা শেষে, সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন এর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com