বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৪৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সবার আগে সুশাসন, জনসেবায় উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়।

এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজিব রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল ওয়াহেদ, সংসদ সদস্য প্রতিনিধি বিপ্লব মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

ইউএনও রাজীব-উল-আহসান বলেন, বর্তমান সরকার, সরকারি সকল সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়েন সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে। সে জন্য সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com