বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে মাছ ধরা জালে উঠে এলো নিখোঁজ ছাত্রের মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩২৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৈলাটি নতুন বাজার ফেরিঘাটে বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আরো দুইজন এখনো নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে কংস নদীতে মাছ ধরার জালে উঠে এলো নিখোঁজ একজনের মরদেহ। মৃতের নাম মাহাবুব (১২)। সে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কংস নদের পুর্বধলা উপজেলার জামধলা বাজার ঘাট হতে দুর্গাপুর উপজেলার কৈলাটি নতুন বাজার ফেরিঘাটে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যাচ্ছিল। নৌকাটি নতুনবাজার ফেরিঘাটের কাছে পৌঁছলে প্রচ- স্রোতের কবলে পড়ে কংস নদে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকার প্রায় ২০ জন যাত্রীকে উদ্ধার করে। এ সময় তিন যাত্রী নিখোঁজ হয়। পরে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালালেও নিখোঁজদের পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে কংস নদীতে মাছ ধরার জালে আটকা পড়ে মাদ্রাসা ছাত্র মাহবুবের মরদেহ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিখোঁজ মাহাবুবের লাশ উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঊল্লেখ্য: নৌকা ডুবির ঘটনায় মৃত মাহবুব এর পরিবারের কাছে দাফন-কাফনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান ২০ হাজার টাকা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com