দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে রামিয়া আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রামিয়া ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
জানা গেছে, ওইদিন সকালে বাড়ির সামনের উঠানে খেলা করছিল শিশু রামিয়া। হঠাৎ পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা সরকার বলেন, শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply