শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

ইলহামের কৃতিত্বে, দুর্গাপুরের ইউএনও‘র অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৯৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান তাকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউএনও‘র কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। ইলহাম দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসার ৮ম শ্রেনির ছাত্র।

ইলহাম গত সোমবার (৫ জুন) ঢাকার গভমেন্ট ল্যাবরেটরী স্কুল মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কেরাত ‘‘ক’’ শাখায় তৃতীয় স্থান অধিকার করায় উপজেলা প্রশাসন থেকে এ আয়োজন করেন ইউএনও রাজীব-উল-আহসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, উপজেলা তথ্য আপা জান্নাত আরা পপি প্রমুখ।

ইলহামের সাফল্য নিয়ে ইউএনও রাজীব বলেন, পরিশ্রম কখনো বৃথা যায়না, তার এক জলন্ত প্রমান দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী   আহমাদ ইলহাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত ‘‘ক’’ শাখায় প্রথমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এবার জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় আমরা গর্বিত। আপনারা ওর জন্য দোয়া করবেন সে যেন আরো ভালো করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com