দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর অর্থায়নে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিরিশিরি এর মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেহের উল্লাহ, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।
দিনব্যাপি কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত গভর্নিং বডি, এমএমসি এর সভাপতি, আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, দাখিল মাদ্রাসার সুপার, সহ:প্রধান শিক্ষক, সহ:সুপারগন অংশগ্রহণ করেন।
Leave a Reply