শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

নিরাপদ খাদ্যের দাবীতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৩ পঠিত

দিগন্ত ডেক্স : খাদ্য দূষণ বর্তমানে মানবজাতির জন্য এক ভয়াবহ সংকট। আমাদের চারপাশে নানাজাতের ও নানা বৈচিত্র্যের খাবার রয়েছে। ফল, মাছ, সবজী, মাংশ, প্যাকেটজাত খাবারসহ অনেক খাবারই প্রতিদিন নিজেরা খাই এবং আমাদের সন্তানের মুখে তুলে দেই। কিন্ত কোন খাবারই নিরাপদ মনে হচ্ছেনা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নেত্রকোনায় খাদ্যমন্ত্রী বরাবর ১০০০ পোস্টকার্ডের মাধ্যমে চিঠি প্রদান শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাননীয় খাদ্যমন্ত্রী বরাবরে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি প্রদান শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও নেত্রকোণা সম্মিলিত যুব সমাজ। আয়োজকরা নেত্রকোনা অঞ্চলের ৪৫ টি গ্রামের ও নেত্রকোণা পৌরশহরের বিভিন্ন পেশাজীবী মানুষের ১০০০ পোস্ট কার্ড এর মাধ্যমে মাননীয় খাদ্য মন্ত্রীর কাছে যে চিঠি লিখেছেন সেই চিঠি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তারপর সকল চিঠি মাননীয় মন্ত্রী বরাবর পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করা হয়। সংবাদ সম্মেলনের জানানো হয় যে, খাদ্য দূষণ বর্তমানে মানবজাতির জন্য এক ভয়াবহ সংকট। আমাদের চারপাশে না না জাতির নানা বৈচিত্র্যের খাবার আছে, যেমন ফল, মাছ, সবজি, মাংস, প্যাকেটজাতখাবার সহ অনেক খাবারই প্রতিদিন আমরা খাচ্ছি এবং আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি। কোন খাবারেই আমাদের নিরাপদ মনে হচ্ছে না, খাদ্য আছে প্রচুর কিন্তু নিরাপদ খাবারের সংকট তৈরি হচ্ছে। ফলে মানবদেহে তৈরি হচ্ছে নানা রোগ বালাই। নিরাপদ খাদ্যের পরিস্থিতি আজ বিপদ সীমা অতিক্রম করছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং খাদ্য ব্যবস্থাকে নিরাপদ করার জন্যই নেত্রকোনায় বেসরকারি সংস্থা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও নেত্রকোণা সম্মিলিত যুব সমাজ এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। সংবাদ সম্মেলনে সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর কার্যকরী প্রয়োগ করা এবং উপজেলা ও জেলাসহ সব বাজারগুলোতে খাদ্যে ভেজাল রোধে প্রশাসনিক ও আইনী তৎপরতা জোড়দার করা এবং সাধারণ জনগোষ্ঠীকে এবিষয়ে সচেতন করতে জোড় প্রচারণার সুপারিশ করা হয়। সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণ সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাননীয় খাদ্য মন্ত্রীর নিকট জনগোষ্ঠির পাঠানো চিঠির উদ্যোগকে সমর্থন করে আন্দোলনের সাথে থাকার অংগিকার করেন।

উল্লেখ্য যে, সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন তৈরি করে সরকার। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর এই আইনের আওতায় ২ ফেব্রুয়ারি গঠন করা হয় “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ”।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com