দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ্য ৭০টি পরিবার কে আর্থিক সহায়তা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে এ অর্থ বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলো যেনো একটু স্বাচ্ছন্ন জীবন যাপন করতে পারে সে লক্ষে প্রত্যেক পরিবারকে নগদ সাত হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, মো. রহিত হাসান, ইউপি সদস্য, সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বিতরণ পুর্ব আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, মাঠ কর্মকর্তা ছবি মারাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সুপারভাইজার মায়া মান্দা।
Leave a Reply