দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ডিএসকে এর সহযোগিতায় আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-রাজীব-উল আহসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুর্শিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, আদিবাসী নারীনেত্রী লুদিয়া রুমা সাংমা, এনজিও কর্মকর্তা শামীম কবীর, ডিএসকে এর প্রকল্প ব্যবস্থাপক রুপন কুমার সরকার, কিশোর কিশোরী ক্লাবের প্রতিনিধি শাহীন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply