দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : অন্যান্য খেলাধুলার পাশাপাশি ফুটবলে নারীদের এগিয়ে নিতে বে-সরকারি উন্নয়ন সংস্থা বাংলা হোপ অত্র এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারা অব্যাহত রাখতে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আলোকে স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নারী খেলোয়ারদের নিয়ে শুক্রবার বিকেলে এক নারী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বামুনপাড়া পৌর খেলার মাঠে জেলা ক্রীড়া অফিসার আল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মসনাপাড়া সেবেন্থ-ডে এ্যাডভেন্টিষ্ট সেমিনারী স্কুলের প্রিন্সিপাল গ্লীন দাংগ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলা হোপ এর উপজেলা সমন্বয়কারী মেজর বিশ্বাস, কোচ বনু তজু, জুম্মান ঢালী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, দুর্গাপুরের নারী ফুটবলারদের এ খেলা উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। দুর্গাপুরের পুলিশ প্রশাসন এই ফুটবলারদের পাশে সবসময় থাকবে। সামনে নানা ধরনের জাতীয় পর্যায়ের খেলা আসছে। তোমাদের ভালো অংশগ্রহনই দুর্গাপুরকে সারা দেশে চিনতে পারবে। তোমরা আমাদের সম্পদ, আমরা তোমাদের উজ্জল ভবিষ্যৎ কমনা করছি।
Leave a Reply