রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১১২ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রবীণ জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ভাই বোনদের জীবনমান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভার:) পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, রুশা‘র নির্বাহী পরিচালক এম এন আলম, ভেটেরিনারি চিকিৎসক সিদ্দিকুর রহমান, সমাজসেবা অফিসের প্রতিনিধি বাবুল মিয়া, ইউপি সদস্য কিতাব আলী প্রমুখ।

বক্তারা বলেন, অত্র উপজেলার প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী বিভিন্ন সমস্যায় ভোগছেন। এ সমস্যা নিরসনে সরকারি তথা নিজ নিজ অবস্থান থেকে কিভাবে সহযোগিতা করা যায় সে লক্ষে আলোচনা বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহায়তা করা হবে বলে জানান। আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com
Design & Developed BY Purbakantho.Com