শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মায়ের সঙ্গে বিষপানে তিন সন্তানের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭ পঠিত

দিগন্ত ডেক্স : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মাসহ তিন সন্তানের কীটনাশক পানে তিন সন্তানের মৃত্যু হয়েছে। মা গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শাহেদ (৫) তামজীদ (১৩) ও সাকিবা (১৪)।

স্থানীয় লোকজন জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে স্বামী জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগম (৩৫) ঝগড়া করেন। একপর্যায়ে যমুনা বেগম, সাহেদ, তামজীদ, ও সাকিবা কীটনাশক পান করে। তারা চিৎকার চেঁচামেচি করলে একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা হাসপাতালে আনে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা শাহেদ, তামজীদ ও সাকিবাকে মৃত ঘোষণা করে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, কিটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা এখনো বেঁচে আছে। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com
Design & Developed BY Purbakantho.Com