দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “আমার সংস্কৃতি-আমার পরিচয়। ‘‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের প্রধান উৎসব ‘‘ওয়ানগালা’’ শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বুধবার এ উৎসব উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে একাডেমি চত্তরে ‘‘রূগালা ও দেলাং ফ্রাকা’’ অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় অন্যদের মধ্যে একাডেমির পরিচালক স্বপন হাজং, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ওসি তদন্ত মীর মাহবুব আলম সহ উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গাড়ো সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তি আলোচনা এমপি মানু মজুমদার বলেন, ওয়ানগালা গারোদের ধর্মীয় উৎসব হলেও এটি এখন আমাদের সংস্কৃতির অংশ। এই উৎসব বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মেলবন্ধন সৃষ্টি করছে। ওয়ানগালা এখন গাড়ো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বজনীন রূপ নিয়েছে। এ উৎসবকে আঁকড়ে ধরে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে, আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।