দিগন্ত ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন। ১৯৯২ সালের পর প্রথম কোনও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া বাইডেনের সময়ের অপেক্ষা মাত্র।
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের আভাস পাওয়ার পর এক রকম লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে শুক্রবার (১৩ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর করোনা ভাইরাস নিয়ে “অপারেশন ওয়ারপ স্পীড” নামে এক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা আবারও ভয়াবহ আকার ধারণ করলেও প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, তিনি লকডাউন করবেন না। এসময় নির্বাচনে পরাজয়ের বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে ইঙ্গিত দিয়ে বলেন, সময়ই বলবে ভবিষ্যতে কোন প্রশাসন আসবে, তবে আমি এটুকু বলতে পারি, বর্তমান প্রশাসন লকডাউনে যাবে না।
ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের কোনও প্রশ্ন নেননি ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেনের জয় মেনে নিতে এবং এক প্রশাসন থেকে অন্য প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে সহায়তার প্রস্তুতি নিতে তার ওপর চাপ বাড়ছে।
গত ৩ নভেম্বরের নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর পর এগারো দিন কেটে গেলেও ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। যদিও চূড়ান্ত ফল ঘোষণা হবে ডিসেম্বরে।