দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সমিতির সদস্যদের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনসাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সত্যরঞ্জন দাস, উপজেলা আওয়ামী যুবলীগের সহ:সভাপতি পাভেল চৌধুরী প্রমুখ।
এছাড়া উপকারভোগী সমবায়ী ও বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুজিত দ্রং, আব্দুল জলিল, আব্দুস সামাদ ও বিউটি আক্তার।
বক্তারা বলেন, বর্তমান সরকারের একটি বড় উদ্দ্যেগ হচ্ছে গ্রাম কে শহরে পরিনত করা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমবায় সমিতির কার্যক্রমের মাধ্যমে অনেকেই এখন সাবলম্বী হয়েছেন। সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা করছেন অনেকেই। সরকারের এই মহৎ কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।