দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিন শিশু উন্নয়ন প্রকল্প ‘বিডি ৪০২ এর আওতায় ৩০২ জন স্পন্সর শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিরিশিরি উৎরাইল এলাকায় নিজস্ব অফিস চত্তরে স্বাস্থ্যবিধি মেনে এ সামগ্রী বিতরন করা হয়।
এ উপলক্ষে বিতরণ পুর্ব আলোচনায় প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা এর সঞ্চালনায়, মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি চেযারম্যান পাস্টার কম্প কুমার ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। এল.সি.সি. কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্লাস্টার স্নিগ্ধেন্দু বাউল, রেভাঃ স্টিফেন আশীষ রেমা, পৌরওয়ার্ড কাউন্সিলর বিপ্লব রেমা, বিরিশিরি ইউনিয়ন পরিষদ সদস্য বিমল চন্দ্র দেবনাথ, প্রকল্প ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২য় বারের মতো ৩২০ জন শিশুর অভিভাবকের হাতে ১৪ কেজি চাল, ১.৫ কেজি ডাল, ১.৫ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৪ কেজি আলু, ২টি সাবান ও ২টি মাস্ক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উনয়ন প্রকল্প ‘‘বিডি ৪২২’’ প্রকল্প মুলত তালিকাভুক্ত স্পন্সর শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এলাকার পিছিয়ে পড়া নানা ধর্ম ও বর্নের শিশুরা এ সুবিধা পেয়ে থাকে। এ কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।