নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা শহরের ছোট বাজারের সূনেত্র হাসপাতাল এন্ড ডায়গনোস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় প্রসবকালীন সিজারিয়ান রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালটিকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ওই আদালত নগদ ৫৫ হাজার টাকা দন্ডে দন্ডিতও করে হাসপাতাল কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন স্থানীয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ।
আদালত পরিচালনায় সহায়তা করেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ডাঃ উত্তম কুমার পাল, জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক মানিকসহ পুলিশ সদস্যরা।
এর আগে গত সোমবার (১২ অক্টোবর) ওই হাসপাতালে জীবন কৃষ্ণ সরকার নামে এক গাইনী ডাক্তার প্রসবকালীন সিজার করতে গিয়ে আইরিন পারভীন ঝর্ণা (৩৫) নামের এক নারীর মূত্রথলি ও জরায়ূ কেটে ফেলেন। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে এ নারী মারা যান। এ নারী নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নূরেÑআলম খোকনের স্ত্রী।