দিগন্ত ডেক্স : নেত্রকোনা পৌরসভার সাতপাই এলাকার বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে(১৫) অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল কাদিরের ছেলে সোহাগ মিয়ার(২২) বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা রোববার সোহাগ মিয়া ও বাবুর নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তির নামে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনা পৌর সভার উত্তর সাতপাই এলাকার সোহাগ মিয়া ও বাবুসহ কয়েক যুবক গত শুক্রবার সন্ধ্যায় ফুসলিয়ে ওই এলাকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে অপহরণ করে। কিশোরীর পরিবার তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পায়নি। এ ঘটনায় কিশোরীর বাবা রোববার সোহাগ মিয়া ও বাবুর নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করেন।