নেত্রকোনা প্রতিনিধি : সারাদেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ আর হত্যার প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে নেত্রকোনায় তিন দিন ধরে চলছে বিক্ষোভ, অবরোধ ও ধর্মঘট।
মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দিনের এ কর্মসূচি পালন করা হয় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া ব্রীজের ওপর সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে। এ কর্মসূচির নেতৃত্বে দেন জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।এখানে জেলা শহরের মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও ভিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, দৈনিক আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, স্বাবলম্বীর কর্মসূচী পরিচালক স্বপন পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলোয়ারা বেগম, সম্পাদক আলপনা বেগম, সাবেক সম্পাদক কোহিনুর বেগম প্রমূখ।
পরে জেলা প্রশাসক কাজী অবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী এসে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা পোষন করে জেলাকে নিপীড়ন ও ধর্ষন মুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার আশ্বাস দেন।