দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘এন্টিবায়েটিকের সফলতার-আপনি-আমি অংশীদার’’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি শেষে হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এর সভপতিত্বে পরিসংখ্যানবিদ লিন্টু চন্দ্র সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তানজিরুল ইসলাম রায়হান, স্যানেটারী ইন্সপেক্টর মো. আলী আকবর, মেডিক্যাল টেকনোলজিষ্ট রবীন্দ্র চন্দ্র রায়, নার্সিং সুপারভাইজার উম্মে কুলসুম, প্রধান সহকারী প্রদীপ কুমার দাস প্রমুখ। আলোচনা সভায় হাসপাতলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।