দিগন্ত ডেক্স : ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসিম উদ্দিন (৬৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শিক্ষক হাসিম উদ্দিন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের বাসিন্দা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, স্কুল শিক্ষক হাসিম উদ্দিন গত ৩১ আগস্ট করোনা আক্রান্ত হয়। পরদিন ১লা সেপ্টেম্বর থেকেই তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। আজ শুক্রবার তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামীকাল শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।