দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন‘র আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপিআর ও আইইডিএস এর সহযোগীতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়
এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কোভিড ১৯ সংকট : স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’’ এই প্রতিপাদ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, একেএম ইয়াহিয়া, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শামীম আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যার শাহীনুর আলম সাজু প্রমুখ।
বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা, এই শ্লোগানে দেশ নিরক্ষরতার হাত থেকে অনেকাংশে রক্ষা পেয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের শিক্ষকগন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। সাধারণ মানুষ শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। করোনা পরবর্তিতে শিক্ষাঙ্গন খোলা হলে অন্যান্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে উপস্থিত শিক্ষকদের আহবান জানানো হয়।