দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুস্বাস্থ্য রক্ষায় ঝুকিপুর্ন পরিবারের মাঝে মাক্স, সাবান ও বিøচিং পাউডার বিতরণ করা হয়েছে। দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার বিকেলে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইউনিয়র পরিষদ চত্তরে ইউনিয়নের এলজিএসপি ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দ থেকে বিভিন্ন গ্রামের ১৫৬টি ঝুকিপুর্ন পরিবারের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, প্রেসক্লাব সাবেক সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু বলেন, করোনা ভাইরাসের হাত থিকে নিজেকে রক্ষা করতে হলে সচেতনতার কোন বিকল্প নাই। জরুরী প্রয়োজেন বাড়ী থেকে বাহিরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে অবশ্যই তা নিয়ন্ত্রনে আসবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আহবান জানান।