দুর্গাপুর(প্রতিনিধি)নেত্রকোনা : জেলার দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে ৩টি গ্রæপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে ‘‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ’’ নিয়ে প্রতিযোগিতাপুর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনৎ সাহা প্রমুখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে ১৫ আগষ্ট এর তাৎপর্য তুলে ধরার জন্য উপজেলা শিল্পকলা একাডেমি যে উদ্দ্যেগ গ্রহন করেছে তা সত্যিই প্রসংশনীয়। উপস্থিত শিক্ষকদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের কাছে ১৫ আগষ্টের গুরুত্ব তুলে ধরতে অনুরোধ জানান।