দিগন্ত ডেক্স : দিনাজপুরের বোচাগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক পরানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতাবগঞ্জ পৌর এলাকার পথচারীদের মাস্ক পরান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মাঝে সচেতনা জাগাতে ভয়ভীতি না দেখিয়ে তাদের বুঝিয়ে বলেছি মাস্ক পরতে এবং পরবর্তী সময়ে মাস্ক না পরে বের হলে জরিমানা করা হবে।