দিগন্ত নিউজ ডেক্স : ‘‘ধর্ম যার যার উৎসব সবার’’ এই প্রতিপাদ্যে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নেত্রকোনা ১ আসনের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, এমপি মানু মজুমদার। বৃহস্পতিবার বিকেলে দিগন্ত বাংলাকে বলেন, সারা দেশে মহামারী করোনা ও বর্তমানে দুর্গাপুর-কলমাকান্দা উপজেলায় পর পর বন্যার ছোবলে পড়ে সাধারণ মানুষ দিশেহারা। এর পর চলে আসছে পবিত্র ঈদুল আযহা।
এই ঈদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দলীয় সকল নেতা-কর্মীদের যার যা সামর্থ রয়েছে তা নিয়ে, দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। এছাড়া সরকারের নিদের্শনা মেনে মসজিদে মসজিদে ঈদের জামাত আদায় করে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত করে প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বেড় না হওয়ার অনুরোধ জানিয়েছেন। সবাই নিরাপদে থাকুন ‘‘ঈদ মোবারক’’