দিগন্ত ডেক্স : টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক হোটেল ও শহীদ কোচিং সেন্টারের পাশের একটি বাসার রুমের ভেতরে ক্ষতবিক্ষত মরদেহ বিছানায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরআগে এ খবর পেয়ে ঘটনাস্থলে কয়েক ঘন্টা ওই বাসাটা ঘেরাও করে রেখে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করেন মধুপুর থানা পুলিশ।
একই পরিবারের উদ্ধাররত ৪ সদস্য হলেন, মো. ওসমান গণি মিয়া (৪৫) তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) এবং তাদের ছেলে তাজেল ইসলাম (১৬) ও মেয়ে সাদিয়া আক্তার (৯)। তাজুল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক কামাল বিডি২৪লাইভ কে এ ঘটনা সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, ওই চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। মরদেহগুলো গলাকাটা, ক্ষতবিক্ষত ও থেতলানো ছিল। এ ঘটনার তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।