দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি করোনায় আক্রন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে সোমবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্থ হওয়ায় চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। উনার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন।