দিগন্ত নিউজ ডেক্স : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের মাধ্যমে এ খবর জানা যায়। তিনি রাজশাহীর একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল এ কথা জানান এন্ড্রু কিশোরের দুলাভাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস। ব্লাড ক্যানসার নিয়ে গত বছরের অক্টোবর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এন্ড্র কিশোর। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। পরের দিন তিনি ঢাকা থেকে রাজশাহী চলে আসেন। এর পর থেকে তিনি তার বোন ডা. শিখার বাড়িতে রয়েছেন।
এন্ড্রু কিশোরের জন্ম রাজশাহীতে। সেখানেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। এন্ড্রু কিশোর প্রাথমিকভাবে সংগীতের পাঠ শুরু করেন রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে। একসময় গানের নেশায় রাজধানীতে ছুটে আসেন। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন।