কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে সোমবার দুপুরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতদের ওইদিন বিকালে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে নেত্রকোণা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রংছাতি ইউনিয়নের হরিণাকুড়ি গ্রামেন মৃত হাজেন আলীর পুত্র মো. বাবুল মিয়া (৬০) ও একই ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. সিরাজুল ইসলামের পুত্র রমজান হোসেন (২২)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল করিম এবিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী বরুয়াকোনা বাজারের থেকে গাঁজা বেচাকেনার সময়ে দেড় কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। মাদককারবারি মো. বাবুল মিয়ার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।