দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দেশ ও জাতির কল্যানে দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন মন্দির, মসজিদ ও গীর্জায় এ প্রার্থনা করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রেমন্ড আরেং এর উদ্যেগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকায় কোন ধরনের জমায়েত না করে স্থানীয় বিভিন্ন মন্দির, মসজিদ ও গীর্জায় মহামারী করোনার হাত থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
রেমন্ড আরেং বলেন, দলের প্রতিষ্ঠাকাল থেকে সাম্প্রতিক উন্নয়নের ধারা ও সফলতা সহ দলীয় ঐতিহ্যকে ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ। বর্তমানে মহামারী করোনার হাত থেকে দেশের মানুষের জান মাল রক্ষায়, দিনে রাতে কাজ করে যাচ্ছেন দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের এই ক্রান্তিলগ্নে, দেশ ও জাতির কল্যানে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্বে থেকে চলাচল করতে সকলকে আহবান জানান তিনি।