দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সকলের তরে সকলে মোরা-প্রত্যেকে মোরা পরের তরে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বুরুঙ্গা গ্রামের অবহেলিত কৃষদের ধান কেটে দিয়েছে উপজেলা কৃষকলীগ। ওই এলাকায় ধানের বাম্পার ফলন হওয়ায় চলতি মৌসুমের ইরি-বোরো ধান কাটা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় উপজেলা কৃষকলীগ এ উদ্দ্যেগ গ্রহন করেন।
এ নিয়ে রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখাগেছে, বুরুঙ্গা গ্রামের মতি মিয়ার প্রায় ১বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতৃবৃন্দ। ধানকাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক। অন্যদের মধ্যে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শরদিন্দু সরকার স্বপন হাজং, সাংগঠনিক সম্পাদক মো. আলাল মিয়া, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষকলীগ সাধারণ সম্পাদক শরদিন্দু সরকার বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এই ক্রান্তিলগ্নে উপজেলা কৃষকলীগ এই সেবামুলক কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে সকলকে বেঁচে থাকতে হবে এই প্রত্যয়ে এলাকার অসহায় কৃষকদের ক্ষেতের পাকাধান কেটে দেয়ার লক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে, সরকারি বিধিনিষেধ মেনে এ উদ্দ্যেগ গ্রহন করা হয়। সেইসাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসুচী অব্যাহত রাখতে সকল নেতৃবৃন্দকে আহবান জানান।