কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে করাতকল ব্যবসায়ীসহ ৫ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে ) বিকালে উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা । ওই সময় সরকারি নির্দেশ অমান্য করায় কলমাকান্দা পূর্ব বাজারে করাতকল ব্যবসায়ী মো. রবিউলকে ১০ হাজার টাকা ও মধ্যে বাজারের কাপড় ব্যবসায়ী প্রানেশ সরকারকে ৩ হাজার টাকা , সনজিত সাহাকে ৩ হাজার টাকা, মশিউর রহমান রাজীবকে ৩ হাজার টাকা এবং রাজন সাহাকে ৩ হাজার টাকা করে জরিমানা ধার্য করে তাদের কাছ থেকে নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মো. সোহেল রানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধ সরকারি নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।